দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝালকাঠি নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজার দর নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত করেছে। ২ ডিসেম্বর সকালে জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, নিত্য পণ্যের বাজারে সিন্ডিকেট গুলোর কারণে চরম অরাজকতা চলছে। সরকারি শুল্ক ছাড় ও আমদানির পরেও কমছে না নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও চালের বাড়তি দামের কারণে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। তারা সিন্ডিকেট গুলো ভেঙে দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে আরো কম মূল্য যাতে দরিদ্র মানুষেরা পণ্য পেতে পারে- অন্তত আলু ভর্তা ভাত খেতে পারে তার ব্যবস্থা করতে দাবি জানানো হয়। ক্যাব ঝালকাঠির সিনিয়র সহ-সভাপতি মু. আল আমীন বাকলাই, আনোয়ার হোসেন আনু, এসএম হুমায়ুন কবীর, জাহাঙ্গীর হোসেন, প্রশান্ত দাশ হরি, কে এম জুয়েল, কবিতা হাওলাদার, দিপু দাস, সোনিয়া আক্তার সহ অনেকেই এতে বক্তব্য রাখেন। আয়োজিত মানববন্ধনে প্রায় শতাধিক ভোক্তা উপস্থিত ছিলেন।