4 January- 2025 ।। [bangla_date]


নলছিটিতে অবৈধ ৬ ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটিতে স্কুলের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ৪ ভাটায় ৬ লাখ টাকা জরিমানা। কিলন ভেঙ্গে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। মোট অভিযান চালানো হয়েছে ৬টি ভাটায়।

২৯ ডিসেম্বর দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ ইট ভাটায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দেন স্কুল কতৃপক্ষ ও স্থানীয়রা।পরে অবৈধ ইট ভাটাটি ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। 

ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এই ভাটাটি বন্ধ ছিলো পুনরায় আবার চালু করা হয়েছে এছাড়া কোন ছাড়পত্র ছিলো না। মালিককে যেহেতু পাওয়া যায়নি তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে।আমাদের অভিযান অব্যাহত থাকবে। নলছিটির অভিযান পরিচালনা করা ভাটা সমূহ হচ্ছে গৌরিপাশার মেসার্স রিয়াজ ব্রিকস, সরাইলের মেসার্স এমএমআর ব্রিকস, সারদল গ্রামের এমবিএল ব্রিকস, সারদলের এসআরবি ব্রিকস । এদের একাধিক ভাটায় এ অভিযান চালিয়ে মোট উল্লেখিত টাকা জারমানা করা হয়। এ অভিযানে সহেযোগীতা করেছে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ঝালকাঠি ফায়ার সার্ভিস বলে বরিশাল পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
৭১-৭২ সকল শহীদদের স্মরণে ঝালকাঠি ছাত্রদলের ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঝালকাঠির নবগ্রাম মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা যুক্তরাষ্ট্র নিউইয়র্ক বিএনপি সভাপতি সেলিম রেজার।  বিশেষ শিশুদের জন্য শীতের কম্বল নিয়ে ছুটে এলেন ঝালকাঠি জেলা প্রশাসক ঝালকাঠি ছাত্রদলের সমাবেশে ভারত মুক্ত বাংলাদেশের দাবি জীবা আমিনা খানের দরিদ্র মানুষের শীত নিবারণে নলছিটিতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ঝালকাঠি পুলিশের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজির আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে অবৈধ ৬ ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত নলছিটিতে তিন জুয়ারি গ্রেপ্তার