মনির হোসেন, ঝালকাঠিঃ জীবা আমিনা খান বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঝালকাঠির এই বিশাল ও শান্তিপূর্ণ র্যালি করতে পারার জন্য জেলা ছাত্রদলকে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই। ভারতের কোন অংশের সাথে জড়িত হতে চাচ্ছিনা। আমরা বাংলাদেশী। শুধু তাই না। ভারতের টেলিভিশন মুক্ত বাংলাদেশ চাই। শুধু ভারতের সিরিয়াল নয় অবাধে ভারতের চ্যানেল আমাদের দেশে চলছে। কিন্তু আমাদের দেশের কোন চ্যানেল ভারতে চলতে দেয়া হচ্ছেনা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ধরে রাখতে হলে আমাদের অনেক কাজ করতে হবে। এরমধ্যে প্রধান কাজ হলো ভারত মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ ভারত অবাধে তাদের চ্যানেলের মাধ্যমে এ দেশে অপসংস্কৃতি ছড়াচ্ছে। ফলে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মকে ভবিষ্যত প্রজন্ম ভুলে যেতে বসেছে। ভারত তাদের এসব মিডিয়ার মাধ্যমে এ দেশের আগামীর প্রজন্মের মেধাকে নষ্ট করে দিচ্ছে। তাই আমার দাবি যারাই ক্ষতায় আসুক বা থাকুক ভারতের সব টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়া হোক। ঝালকাঠিতে জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহসভাপতি জীবা আমিনা খানের নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল র্যালির আগে এক সমাবেশে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১ জানুয়ারি সকালে সংগঠনের ৪৬তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামন এসে শেষ হয়।
এর আগে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন, মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পেছনে ছাত্রদলের নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বৈরাচারী সরকার দীর্ঘ দিন ধরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করেছে। অবশেষে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়ে সজাগ ও রাজপথে সক্রিয় থাকতে বলেন। বক্তারা দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।