দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বছরের প্রথম দিনে প্রথম অনুষ্ঠান এই বিশেষ শিশুদের সাথে এটা আমার জীবনের বড় পাওয়া। এ জন্য আমি গর্বিত। এদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। বিশেষ দায়িত্বও আছে আমাদের। পাশাপাশি সমাজের স্বচ্ছল ব্যক্তিদেরও সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া উচিত তাদের জন্য। গতকাল ঝালকাঠি সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য শীত নিবারণে কম্বল নিয়ে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১ জানুয়ারি সকাল ১১ টায় ঝালকাঠির এই বিদ্যালয়ের বিশেষ শিশুদের জন্য শীত নিবারণে কম্বল নিয়ে ছুটে আসেন জেলা প্রশাসক। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়েজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। এছারাও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদারসহ সুধী ও শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ।