দূরযাত্রা রিপোর্টঃ রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনকে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ৩ দিনের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত ৮ জানুয়ারি স্বাক্ষরিত এ শোকজ করা হয়। এতে উল্লেখ করা হয় জাতীয় নাগরিক কমিটির সদস্যের কাছে চাঁদা দাবি ও হুমকী প্রদানের বিষয়ে নাসিম আকনের বিরুদ্ধে জাতীয় পত্রিকায় অভিযোগ প্রকাশিত হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থেকে আপনার
বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় দলীয় শৃংখলা ভঙ্গ হয়েছে। তাই কেন রাজাপুর উপজেলা বিএনপির পদ হতে অব্যাহতি দেয়া হবেনা জানতে চেয়ে ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য রাজাপুর উপজেলা শ্রমিক দলের পকেট কমিটি অনুমোদন না করায় নাসিম আকনের বিরুদ্ধে জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানকে লাঞ্চিত করার অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে জেলা শ্রমিক দল নাসিম আকনকে ঝালকাঠিতে অবাঞ্চিত ঘোষনা করে। সরকার পতনের পর রাজাপুর উপজেলার বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকার কাজ প্রভাব খাটিয়ে আয়ত্বে নেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।