দুরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার মামলায় গ্রেফতার হওয়া ইউনিয়ন যুবদল নেতা সুমন খলিফা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
জানা গেছে, সুমন খলিফা কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মৃত আব্দুল খালেক খলিফার ছেলে। তিনি আমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল সাবেক সা: সম্পাদক। বর্তমানে আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের বাসিন্দা। মামলার এজাহারে জানাযায়, ২০২৩ সনে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শাহজাহান ওমর আওয়ামীলীগে যোগদান করে এ আসনে মনোনয়ন পান। এরপর গত বছরের ৪ ডিসেম্বর তারিখ সকাল অনুমান ১১ টায় সুমন খলিফাসহ আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে কাঠালিয়া উপজেলার কলেজ রোড সডকে অবস্থান নেয়। ঐসময়ে ১নং আসামী শাহজাহান ওমরের নির্দেশক্রমে উল্লেখিত আসামীরা বিএনপির অফিসের ভিতরে প্রবেশ করে এবং অফিসে অবস্থানরতদের জীবন নাশের চেষ্টা করে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি ভেঙ্গে ফেলে। এই পর্যায়ে ১নং আসামীর হুকুমে উপস্থিত
অন্যান্য আসামীরা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিসহ অন্যান্য জিনিস পত্রে আগুনে পুড়িয়া ফেলে।
এ ঘটনায় ২১ নভেম্বর কাঠালিয়া থানায় এ মামলাটি দায়ের করেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের আকতার হোসেন নিজাম মীরবহর । মামলা নং জিআর ৮৮/২৪ ।
সুমন খলিফার পরিবারের দাবি, আমুয়া ইউনিয়ন অফিসে বসে কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী করেন। সুমন চাদাঁর টাকা দিতে অপারগতা শিকার করায় তাকে এই মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলায় আসামী করা হয়েছে । আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এ নিয়ে অনেক হয়রানীর শিকার হয়েছেন সুমন ও তার পরিবার। তারা আরো জানায়, উপজেলা সা: সম্পাদক নিজাম মীরবহর আমুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে
সম্ভব্য প্রার্থী এদিকে সুমন খলিফাও একই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দেয়। তাই চাদাঁ দাবীর টাকা ও নির্বাচনের জেরে ষড়যন্ত্রমূলকভাবে সুমন খলিফাকে এই মামলায় জড়িয়ে গ্রেফতার করানো হয়েছে বলে ধারণা করছেন তাঁর পরিবার।
গত ২২ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তার জামিন মন্জুর না করে সুমন খলিফাকে কারাগারে পাঠানো হয়। এরপর উচ্চ আদালতের জামিনে গত বৃহস্পতিবার সুমন খলিফা ঝালকাঠি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। এবিষয়ে মামলার বাদি কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আকতার হোসেন নিজাম মীরবহর এর বক্তব্য জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে সংযোগ কেটে দেন।