দূরযাত্রা রিপোর্টঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলা প্রাঙ্গণে জিরো ওয়েস্ট ব্রিগেড ঝালকাঠির সহায়তায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন শহর গঠনের লক্ষ্যে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকালে আয়োজিত এই অভিযানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও পরিবেশকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা
বইমেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকা পরিষ্কার করেন এবং উপস্থিত দর্শনার্থীদের পরিবেশ বান্ধব জীবনযাত্রা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজ অন্তরা হালদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান।
সচেতনতার এই প্রচেষ্টা শুধু একটি দিনের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও কার্যকর অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে পরিচ্ছন্ন ও টেকসই নগর গঠনে অনুপ্রাণিত করবে এটাই সকলের প্রত্যাশা।
এদিকে নতুন বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে একই দিন ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমসাময়িক বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা দুটো গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে তারা নিজেদের জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও বিশ্লেষণক্ষমতার পরিচয় দেয়। সাম্প্রতিক জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নানা ধাপের কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজ অন্তরা হালদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তাদের চোখে-মুখে আনন্দ ও গর্বের ছাপ ফুটে ওঠে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অতিথিবৃন্দ অভিনন্দন জানান এবং ভবিষ্যতে জ্ঞানচর্চাকে আরও গভীরভাবে অনুশীলন করার আহ্বান জানান।