দূরযাত্রা রিপোর্টঃ কারারক্ষী নিয়োগের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম, বিশৃঙ্খলা ও বানিজ্যের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে চাকুরি প্রত্যাশীরা। ৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে দেয়া অভিযোগে পরীক্ষার্থীরা এ দাবি জানায়। সূত্র জানায়, এই সিলেকশন পরীক্ষা নিতে স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদের দুজন, পিএসসি, কারা অধিদপ্তর, জেল আইজি প্রিজনের একজন জেল সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৫/২০ জনের একটি প্রতিনিধি দল ছিল। এক দিনের জন্য এ সিলেকশন পরীক্ষায় যারা নির্বাচিত হবেন তারাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রতিনিধি সদস্যদের সাথে কথা বরতে না পারায় তাদের বক্তব্য জানাযায়নি। জানাযায় ছয় জেলার কারারক্ষী পদে স্বাস্থ্য পরীক্ষার স্থান হিসাবে বেছে নেয়া হয় ঝালকাঠি জেলা কারাগার প্রাঙ্গনকে। কিন্তু পরীক্ষায় অনিয়মের টের পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মঙ্গলবার দুপুরে প্রতিবাদ
জানিয়ে পরীক্ষার্থীরা বিক্ষোভ করে। পরীক্ষার্থীদের অভিযোগ, বিভাগের ছয় জেলা বরিশাল, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা থেকে কারারর্ক্ষী পদে মোট ৬০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ছয় জেলার প্রায় ২ হাজার পরীক্ষার্থী অংশ নিতে ঝালকাঠি আসে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে কারারক্ষী পদে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ঝালকাঠি জেলা কারাগারের প্রধান গেটের বাইরে লাইনে দাড়ায়। এসময় গেইট থেকে অনেককে ঢুকতে দেওয়া হয়নি। তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, শিক্ষা সনদ ছিড়ে ফেলা এবং শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। এ অবস্থায় এই নিয়োগ বাতিল করার দাবি জানায় তারা । সংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকেও বাঁধা দেওয়া হয়। কথা বা দেখা করতে দেয়া হয়নি আগত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সাথে। জানাযায়নি মোট আবেদনকারির সংখ্যা কত। কত জন চুড়ান্ত ভাবে মনোনীত হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে। আগত প্রতিনিধিদের নাম পদবীসহ কিছুই জানা সম্ভব হয়নি সাংবাদিকদেও যোগাযোগ করতে না দেয়ায়। তাই চাকুরী প্রত্যাশীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে নিয়োগ বালিতের জন্য লিখিত অভিযোগ পাঠিয়েছে। এতে স্বাক্ষর করেন পটুয়াখালি জেলার পরীক্ষার্থী মাহফুজুর রহমান, ভোলা জেলার মো. শাওন, বরগুনা জেলার মো. ফাহিম, পিরোজপুর জেলার আবরি কাজী, বরিশাল জেলার মো. ছাব্বির এবং ঝালকাঠি জেলার মো. রাহাত। তবে এব্যাপারে ঝালকাঠি জেলা কারাগার কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজি হয়নি। ঝালকাঠি জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান জানান, এ পরীক্ষার সাথে তারা সংশ্লিষ্ট নেই। ঝালকাঠি জেলাকে ভ্যানু হিসেবে ব্যবহার করা হয়েছে মাত্র। ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অধিনে কর্মকর্তারা এসে পরীক্ষা নিয়েছে। এর বেশি আমি কিছুই জানিনা বা আমাকে জানানো হয়নি। আমি বাসায় ছিলাম।