দূরযাত্রা রিপোর্ট ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় ঝালকাঠি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। ঝালকাঠি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কুমার কর্কার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুবলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি মধু অগ্রভাগে থেকে মিছিলের নেতৃত্ব দেন। নেতাকর্মীরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে মিছিল নিয়ে প্রেসক্লাব সড়কে গিয়ে শেষ হয়।