দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সভা কক্ষে যাচাই বাছাই করে দুটি আসনের মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। রোববার সকাল ১০টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুস ছালেহ উপস্থিত ছিলেন।
বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি বজলুল হক হারুন, বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী (স্বতন্ত্র) এম মনিরুজ্জামান মনির, কৃষি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন (স্বতন্ত্র), জাতীয় পার্টির মো. এজাজুল হক, স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। ঝালকাঠি-১ আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৬ জন ও ঝালকাঠি-২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে ১জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হলো।
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের শাহজাহান ওমর (বীর উত্তম) টিকে রইলেন। অপরদিকে ঝালকাঠি-২ আসনের হেডিওয়েট প্রার্থী বর্তমান সংসদ সদস্য আমির হোসেন আমুর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে।
দৈবচয়ন পদ্ধতিতে যাচাই-বাছাই কমিটি প্রধান ও জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে স্বাক্ষর করা ১০ জন ভোটারের স্বাক্ষর সঠিক কিনা জানতে চান। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনিরের পক্ষে স্বাক্ষরীত এক নারী জানায়, স্বাক্ষর তার নয়। এ কারনে মনিরুজ্জামানের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই প্রক্রিয়ায় অপর তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির দুটি আসনের দুই প্রার্থী মনোনয়ন পত্রের সাথে আয়কর রিটার্ন দাখিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান বলেন, আমি এ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করব।
অপরদিকে শাহাজান ওমর ঝালকাঠিতে নৌকার প্রার্থী হিসেবে রবিবার সকালে ঢাকা থেকে ঝালকাঠিতে এসে জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে মতবিনিময় করেন। তাঁর সাথে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাইরুল আলম সরফরাজ উপস্থিত ছিলেন। পরে সকাল ১০ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন।