30 December- 2024 ।। [bangla_date]


নলছিটিতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটল-দূরযাত্রা।

নলছিটি সেচ্ছাসেবকলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা ॥ জড়িতদের গ্রেফতারে এসপি‘র নির্দেশ

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটি উপজেলাধীন সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ফুয়াদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী। ৭ জানুয়ারি রাত ১০টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার  মোহাম্মদ আফরুজুল হক টুটুল। এসময় তিনি  স্থানীয় লোকজনসহ ফুয়াদের পরিবারের সাথে কথা বলেন এবং থানা পুলিশকে সঠিক তদন্ত ও আসামি গ্রেফতারের নির্দেশনা দেন। উপস্থিত ছিলেন মহিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফুয়াদ কাজীকে তার বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত ফুয়াদ মকবুল হোসেন কাজীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজীর সাথে হানিফ মোল্লার বিরোধ চলে আসছিলো। ফুয়াদ কাজী জেসমিন কাজীর অনুসারী ছিল। কিন্তু গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জেসমিন কাজীর সাথে ফুয়াদ কাজীর সাথে দূরত্ব সৃষ্টি হয়। এরপর হানিফ মোল্লার সাথে ফুয়াদ কাজীর সখ্যতা গড়ে ওঠে। ফুয়াদ কাজী বর্তমানে হানিফ মোল্লার অনুসারী ছিলো।
এ বিষয় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন কাজী বলেন, নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় আমরা বিজয় মিছিল করে দলীয় অফিসে সবাই মিষ্টি খেয়ে যে যার বাড়ি চলে যাই। বিজয় মিছিলে ফুয়াদ শ্লোগান ধরেছিলো। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরে খবর পাই ফুয়াদকে কে বা কারা কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। সে সম্পর্কে আমার আত্মীয় হতো। তার সাথে আমার তেমন একাটা খারাপ সম্পর্ক ছিলনা। পুলিশ তদন্ত করে বের করতে পারবে কারা তাকে হত্যা করল।
নিহতের বাবা মকবুল হোসেন কাজী জানান, স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। তারা বা তাদের সাথের লোকজন আমার ছেলের হত্যা কান্ডের সাথে জরিত থাকতে পারে। তিনি নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এ সময় তিনি জেলা পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুলের কাছে তার ছেলে হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।
এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, ফুয়াদ কাজী নামে একজনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে ঘটনা ঘটেছে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, পুর্ব বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় প্রাথমিক তদন্তে বেশ কিছু ক্লু পেয়েছি। নিহতের পরিবারকে মামলা করতে বলেছি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠি পুলিশের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজির আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে অবৈধ ৬ ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত নলছিটিতে তিন জুয়ারি গ্রেপ্তার ইসলামী আন্দোলন ঝালকাঠি শাখার নিরাপদ সড়কের দাবিতে স্মারকলিপি প্রদান ঝালকাঠি প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক কাঠালিয়ার বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা টাকা ও স্বর্ণ লুট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বিএনপি নেতা জামাল বলেন যুদ্ধ না করেও আ’লীগ মুক্তিযুদ্ধের তালিকায় নাম দিয়ে সুবিধা নিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঝালকাঠির গাভায় বিএনপির জনসমাবেশ শেখ হাসিনা আমুসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে ঝালকাঠিতে ২ মামলা