18 October- 2024 ।। [bangla_date]


গণকর্মচারী শৃংখলা আচরণ বিধি অমান্য করায় ঝালকাঠি সদর হাসপাতাল তত্ত্বাবধায়ককে শোকজ

দূরযাত্রা রিপোর্ট ॥ যে তত্তাবধায়কের দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবার অজুহাতে নিজেকে সৎ দাবি করেন ঝালকাঠি সদর হাসপাতালের আলোচিত সমালোচিত সেই তত্তাবধায়ক ডা. শামিম আহমেদকে শোকজ করেছে বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। গত ৬ জানুয়ারি ২৭.২৪-০০১ স্মারকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নির্দেশনা অমান্য করায় এ শোকজ দেয়া হয়েছে। এদিকে তিনি সরকারের নির্দেশনা অমান্য করে ঢাকায় গেলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ টের পাওয়ায় ৬ জানুয়ারি বিকেলের মধ্যেই ঝালকাঠির কর্মস্থলে ফিরে আসেন। যিনি কারণে অকারণে কর্মচারীদের বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে শোকজ করে হয়রানী করেছেন বলে অভিযোগ রয়েছে এবার তিনি নিজেই শোকজ খেলেন তার অধিদপ্তর থেকে।
তথ্যানুসন্ধানে জানাযায়, সদর হাসপাতালের তত্তাবধায়ক শামিম আহমেদ গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কর্মস্থলে না থাকার উদ্দেশ্যে ৫ জানুয়ারি ঝালকাঠি ত্যাগ করেন। তিনি তার ভোটাধিকার প্রয়োগের কথা উল্লেখ করে ৩ দিনের ছুটির আবেদন করেন বিভাগীয় পরিচালকের কাছে। কিন্তু গত ৬ জানুয়ারি স্বারকের আবেদনে স্বাক্ষর করে ৫ জানুয়ারি কর্মস্থল ত্যাগ করেন। যদিও তিনি আবেদনে উল্লেখ করেন ৬ জানুয়ারি অফিস শেষে কর্মস্থল ত্যাগ করতে ইচ্ছুক। ঝালকাঠি সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্টডা. এবিএম ইমাম হোসেনকে তত্তাবধায়ক দায়িত্ব দিয়ে যান। তত্তাবধায়কের দায়িত্ব প্রাপপ্তির চিঠি কত তারিখ পেয়েছেন জানতে চাইলে ডা. ইমাম হোসেন জানান, ৬ জানুয়ারি মেইলে পেয়েছি। কার মেইল থেকে চিঠি পেলেন এমন প্রশ্নের জবাবে তিনি নিরব থাকেন।
বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক জানতে পেরে এর সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এক পর্যায়ে তারা খোজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ শোকজ দেন। কর্মস্থলে অনুপস্থিতির জন্য তত্তাবধায়ককে ৩ দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তুমন্ত্রণালয় ও অধিদপ্তরের এই কঠোর নির্দেশনা থাকলেও আপনি একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের প্রধান পদে থেকেও নির্বাচনের আগের দিন কর্মস্থল ত্যাগ করেন। যা অনভিপ্রেত ও গণকর্মচারী শৃংখলা আচরণ বিধি পরিপন্থি। তাই কেন এই সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করেছেন পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে বিনা ব্যর্থতায় জানাতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য ঝালকাঠি সদর হাসপাতালের এই তত্ত্বাবধায়ক ডা. শামিম কর্মস্থলে যোগ দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানী ও শোকজ করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন ভূয়া ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করছেন। এমনকি নিজের বাস ভবনে অবৈধ ভাবে সরকারি এসি ব্যবহার, ডাক্তার কোয়াটারে তার সমর্থিত আউটসোর্সিং এর গাড়ি চালককে বসবাসের সুযোগ দেয়া, রংপুরে থাকাকালিন সেখান থেকে সরকারি ল্যাপটপ নিয়ে আসা, সরকার নির্ধারিত বাসা ভাড়া কর্তন না করা, নিজের স্বার্থে হাসপাতালের ঔষধ ক্রয়ে ব্যর্থতার কারণে বরাদ্দ অর্থ ফেরত যাওয়া, বর্তমানে ঔষধের চরম সংট সৃষ্টি হওয়া, হাসপাতালের কোটি কোটি টাকার মেডিক্যাল সরঞ্জামাদি ক্রয়ে পছন্দনীয় ব্যক্তিকে কাজ দিতে ঝালকাঠির প্রত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি না দিয়ে চাপা বিজ্ঞপ্তি দেয়াসহ বিভিন্ন অনিয় দূর্নীতির অব্যাহত রেখেছেন তিনি। এসব সংবাদ বিভিন্ন দৈনিক ও প্রচার মাধ্যমে প্রকাশিত হলে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে প্রতিবাদ জানিয়ে নিজেকে সৎ দাবি করেন। কিন্তু শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক ডা. শামিম সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশন কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইচ্ছা মাফিক ছুটির কথা বলে অন্যায় ভাবে কর্মস্থল ত্যাগ করেন। যার জন্য তাকে শোকজ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার তিনি কি বলবেন। এটাও কি সাংবাদিকদের মিথ্যা অপপ্রচার না কি সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
আমুর অবৈধ সম্পদ অনুসন্ধানে নামছে দুদক নিয়োগ ও টেন্ডার বানিজ্যে কোটি কোটি টাকার সন্ধান কাজ অসমাপ্ত রেখে গনপূর্ত বিভাগের হস্তান্তরের আগেই তত্মাবধায়কের আমুকে দিয়ে উদ্বোধনের রহস্য কী ইলিশ সংরক্ষনে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা সভায় ঝালকাঠিতে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ মাছ শিকারের অপরাধে দুই জেলে আটক ইলিশ হত্যায় শাস্তি রক্ষায় পুরুস্কার সচেতনতা সভায় একথা বলেন ঝালকাঠি জেলা প্রশাসক প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরে তরুণীর বিষপান শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নিউইয়র্ক দক্ষিন বিএনপি সভাপতি সেলিম রেজার ঝালকাঠির দেরশো পুজা মন্ডপে নিরাপত্তায় আনসার সদস্য ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দের নলছিটি পুজা মন্ডপ পরিদর্শন ঝালকাঠির সন্তান মঈন ফিরোজী সংবিধান সংস্কার কমিশনের সদস্য নিযুক্ত