5 December- 2024 ।। [bangla_date]


কাঁঠালিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত- দূরযাত্রা।

রাজাপুর ও কাঁঠালিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্ট ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে কাঁঠালিয়া উপজেলা ছাত্রদল ও উপজেলা শ্রমিক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিন, যুক্তরাষ্ট্র এর আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনা করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস ও পুলিশ বাহিনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে বেসামরিক জনগণ ও রাজনৈতিক দল সেই যুদ্ধে অংশগ্রহণ করে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর ঐতিহাসিক ‘সিপাহী জনতার’ বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার ভার নিয়ে বাংলাদেশকে ভয়াবহ এক দলীয় বাকশাল থেকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন। তাঁর জন্ম মানেই স্বাধীন বাংলাদেশের জন্ম ও বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম। এই মহাবীরের ৮৮তম জন্মবার্ষিকীতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করছি।
দোয়া মাহফিল উপজেলা ছাত্রদল নেতা মো. হেলাল জমাদ্দার, সাইফুল ইসলাম তালুকদার, সিয়াম হোসাইন তালুকদার, রবিউল ইসলাম ও শ্রমিকদল নেতা লিটন হাওলারসহ এ সময় উপজেলা ছাত্রদল ও উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে রাজাপুর উপজেলা যুবদল। ১৯ জানুযারি বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলা বাজারের দক্ষিণ পাশ সংলগ্ন তানজিদুল কুরআন হাফেজি মাদ্রাসা জামে মসজিদে এ আয়োজন করা হয়। 
জানা গেছে, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার তত্ত্বাবধানে উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদল নেতা সজল শিকদার, মাসুদ তালুকদার, রাজাপুর উপজেলা ছাত্রদলের নেতা নয়ন তালুকদার, মুসা হাওলাদার নিপু, নাজমুল হাসান নহু, গিয়াস উদ্দিন, গোলাম আজম, রিয়াদ আল ফাহাদ সহ রাজাপুর উপজেলা ছাত্রদল ও যুবদল ।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
কাঠালিয়ায় আইন বিষয়ে জনতার প্রশ্ন উত্তর পর্বে সমাধান দেন পুলিশ সুপার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিবুলের লাশ আদালতের নির্দেশে উত্তোলন ঝালকাঠিতে আলোচনা সভায় বক্তারা: অন্তর্ভুক্তি মূলক টেকস‌ই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে থাকবে প্রতিবন্ধী জনগন ঝালকাঠির নাগপাড়া গ্রামে বৃক্ষপ্রেমী ফরিদের ‘সুবজ সেবা পুষ্টি বাগান’ বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধে সড়ক অবরোধ বিক্ষোভ ঝালকাঠি জাতীয় সাংবাদিক সংস্থায় রেজাউল করিমের মতবিনিময় সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ক্যাব ঝালকাঠির জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে সকল মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দেখবে -ডাঃ শফিকুর রহমান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাঠালিয়ায় প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের বিষপান