22 October- 2024 ।। [bangla_date]


ঋন না নিলেও পরিষদের নোটিশ দিয়ে ঝালকাঠীর লোকমানকে ডাচ বাংলা ব্যাংক হয়রানীর অভিযোগ

ঋণ না নিলেও ডাচ বাংলা ব্যাংকের পরিশোধের নোটিশ দিয়ে হয়রানীর অভিযোগ

দূরযাত্রা বিশেষ রিপোর্টঃ- কাপুড় ব্যবসায়ি লোকমান হাওলাদার। বয়স ৫৫ বছর। ইউনিয়ন পর্যায়ের একটি বাজারে প্রায় ১২ বছর ধরে প্রস্তুতকৃত কাপড়ের ছোট একটি দোকান পরিচালনা করেন। ২০২২সালে ব্যাংকের একটি নোটিসের মাধ্যমে জানতে পারেন তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। যার ধার্যকৃত মাসিক কিস্তির পরিমাণ প্রায় ৮১ হাজার টাকা! আগেই একবার স্ট্রোক করে দুই বছরের বেশি সময় অসুস্থ ছিলেন। আর এবারে এই নোটিস পাওয়ার পরে মানসিক ও শারীরিক ভাবে আরো অসুস্থ হয়ে পরেন। ডাচ বাংলা ব্যাংকের যে শাখাটি থেকে এই ঋণের কথা জানানো হয় সেটি লোকমানের অবস্থান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। লোকমান থাকেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের হিমানন্দকাঠি গ্রামে। আর নোটিস আসে চট্টগ্রামের হালিশহরের ইপিজেড শাখা থেকে। এই শহরে লোকমান থাকতেন প্রায় ১৫ বছর আগে। পর্যায়ক্রমে দুটি তৈরি পোশাক কারখানায় কাজ করেছেন। বাবা হঠাৎ অসুস্থ হওয়ায় ২০১০ সালে সেখান থেকে নিজের বাড়ি ঝালকাঠি চলে আসেন। তখন ওই দুটি কারখানার কোনো একটিতে তার জাতীয় পরিচয়পত্রের কপি ও কিছু কাগজপত্র থেকে যায়। লোকমানের
ধারনা এই সুযোগটিই ব্যাংকের কারো যোগসাজশে কাজে লাগিয়েছে কোনো একটি অসাধু চক্র। আইনজীবীর মাধ্যমে ব্যাংকের নোটিসের জবাবে লোকমান জানান, ওই ব্যাংকে তার কোনো হিসেব নম্বর খোলা নেই, কোনো দিন তিনি ঋণও গ্রহণ করেননি। তাছাড়া ২০২২ সাল পর্যন্ত অর্থাৎ ১২ বছরে আর চট্টগ্রামও যাননি। ২০২২ সালের ৫ জুনের ইস্যু করা নোটিস পেয়ে ২১ জুন চট্টগ্রামে ব্যাংকের ওই শাখায় যান। ব্যাংকের কর্মীদের থেকে সহযোগিতা না পেয়ে ২২ জুন আইনজীবীর মাধ্যমে
জবাব দেন। সেই জবাবে স্পষ্ট প্রতিবাদ জানান ওই ঋণ গ্রহণের বিষয়ে তার নাম আসায়। একই সঙ্গে ব্যাংকের ঋণ প্রদানকারী কর্মকর্তাসহ জালিয়াতির সঙ্গে জড়িত প্রকৃত ঋণগ্রহীতার বিষয়ে ব্যবস্থা নিতে এবং তাকে এই অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানান। আরেক দফায় ২০২৩ সালে ডাচ বাংলার ঝালকাঠি শাখা থেকে লোকমানকে ডেকে নির্দিষ্ট কিছু কাগজ চাওয়া হয়। একই বছরের ৩ অক্টোবর তিনি যেসব কাগজ ঝালকাঠি ম্যানেজারকে জমা দেন তার মধ্যে ছিলো সব ঘটনার বর্ণনা দিয়ে করা আবেদনপত্রে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের সত্যায়িত করা সুপারিশ, ১০-১২ বছর একই স্থানে ব্যবসা করে আসা মর্মে প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স ও প্রথমবার দেয়া লিগ্যাল নোটিসের জবাবের অনুলিপি। অভিযোগ অনুযায়ী জালিয়াতির শেষ ধাপে এসেছে ঋণ পরিশোধের চেক ডিজঅর্নারড
হওয়া। এ বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পরই ৭ আগস্ট চট্টগ্রাম থেকে লোকমানকে একটি লিগ্যাল নোটিস দিয়ে জানানো হয়, ঋণ গ্রহণের বিপরীতে ৮২২৩৪৬৩ নম্বরের একটি চেকে উল্লেখিত ১২ লাখ ৩০ হাজার টাকা ব্যাংকটির যেকোনো শাখায় পরিশোধ করতে হবে। এতে তার ব্যাংক হিসাব নম্বর দেখানো হয় ১৮৮১৫৭০০১২২৮৩। চেকে তার নামে স্বাক্ষর দেখানো হয় মাত্র এক মাস আগে অর্থাৎ ১৬ জুলাই। আর পর্যাপ্ত টাকা ওই
নম্বরের হিসেবে না থাকায় চেকটি ডিজঅর্নারড হয়।এমন ব্যাংক হিসেব নম্বর, চেকের পাতায় স্বাক্ষর ও ঋণ গ্রহণের বিষয়টি প্রত্যাখ্যান করে লোকমান আবারও তার আইনজীবীর মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জবাব পাঠান। ব্যাংকটির পক্ষে গত ১৮ আগস্ট সেটি গ্রহণ করে স্বাক্ষর করেন অ্যাডভোকেট মো. জাহিদুল করিম। সবশেষ লোকমান এই মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও ব্যাংকটির মহাব্যবস্থাপক বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন লোকমান এ ঘটনা জানিয়ে প্রতিবেদকের সঙ্গে কান্নায় ভেঙ্গে পড়েন। দুই বছরের বেশি সময় ধরে এই হয়রানি, মানহানি ও আর্থিক ক্ষতি থেকে নিস্তার চান।মানুষের কাছে মুখ দেখাতে পারছেন না লজ্জায়, এমন অভিযোগ করেন। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক আকন্দ বলেন, লোকমান হাওলাদার নবগ্রাম বাজারে ১০-১২ বছর ধরে দোকান চালাছেন খোঁজখবর নিয়েই তার পক্ষে লিখিত প্রত্যয়ন দেয়া হয়েছে। চট্টগ্রামে তার কিছুই নেই, তাহলে এতোটাকা ঋণ সে কীভাবে পাবে এটাই রহস্যজনক। ডাচ বাংলা ব্যাংক চট্টগ্রাম ইপিজেড শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন,ঘটনাকালীন সময়ে আমি এ শাখায় ছিলাম না। তাই বিস্তারিত কিছু বলতে পারবো না, তবে হেড অফিসের নির্দেশে লোকমান হোসেনকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। লোকমান হোসেনবলেন, কোথাও থেকে তদন্ত করে ডাচ বাংলা ব্যাংককের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে
আমার মরন ছাড়া উপায় থাকবে না।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে ক্যাম্পেইন পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার চালু ঝালকাঠিতে বিশ্ব আয়োডিন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভায় দ্রুত খাল খননের আশ্বাস ও হাসপাতালে বঞ্চিতদের সেবা দিতে ঝালকাঠি জেলা প্রশাসকের নির্দেশ ঝালকাঠি পাউবোঃ- ৬৮০ কোটি টাকা প্রকল্পের কাজ শুরু না হতেই ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ সুগন্ধা বিষখালীতে থামছে না ইলিশ শিকার নিষেধাজ্ঞার সপ্তাহ শেষেও নেই সাফল্য আমুর অবৈধ সম্পদ অনুসন্ধানে নামছে দুদক নিয়োগ ও টেন্ডার বানিজ্যে কোটি কোটি টাকার সন্ধান