দূরযাত্রা রিপোর্ট :ঝালকাঠি শহরের ষ্টেশন রোড এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৬ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকৃত আসামীরা হলো ঝালকাঠি জেলা বিএনপির এক নেতার বোন জামাই যুবলীগ নেতা মৃত সুলতান হোসেন খানের ছেলে মোঃ জাকির হোসেন শামীম (৪২) ও শহরের ডাক্তার পট্টি এলাকার মৃত তোফাজ্জেল হোসেন হাওলাদার এর ছেলে মোঃ লিটন হোসেন লিটু হাওলাদার ( ৬২) । লিটনের বিরুদ্ধে দীর্ঘ দিন মাদক কেনা বেচার অভিযোগ রয়েছে। সে এলাকায় মাদক ব্যবসা করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছে বলেও জানা গেছে। বিগত আওয়ামীলীগ সরকারের সময় যুবলীগ নেতা মরহুম পিতার পরিচয়ে এবং সরকার পতনের পর তার স্ত্রীর ভাইবিএনপি নেতার পরিচয়ে মাদক কেনাবেচা করছিল। এমন সংবাদের সূত্র ধরে ডিবি পুলিশ পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে। এদের যন্ত্রনায় ভয়ে অতিষ্ট এলাকাবাসি তাদের সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে না পারায় আতংকীত ছিল। ঠিক সেই সময় ডিবি পুলিশের অভিযানে এরা আটক হওয়ায় সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারন মানুষ। এ বিষয়ে ঝালকাঠি ডিবি পুলিশ পরিদর্শক (ওসি )মনিরুজ্জামান বলেন, ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জলকুমার রায়ের নির্দেশে জেলাকে মাদক মুক্ত করতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৬ বোতল ফেন্সিডিল গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠি জেলা কে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।