দূরযাত্রা রিপোর্টঃ- বিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী। যিনি বর্তমান অন্তবর্তীকালিন সরকারের সংবিধান সংস্কার কমিশনের অন্যতম সদস্য নিযুক্ত হন। গত ৭ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আলী রিয়াজকে কমিশন প্রধান করে মোট ৯ সদস্যের এই কমিটি ঘোষনা করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গনতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগনের ক্ষমতায়ন প্রতিষ্ঠায় দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা এবং মূল্যায়ন করে সংবিধান সংস্কারে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে এ কমিটি গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে কমিটি গঠন করা হয়। এম মঈন আলম ফিরোজী ইংল্যান্ড হতে বার-এট-ল সম্পন্ন করে দীর্ঘ দিন বাংলাদেশ সুপ্রীম কোর্টে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। ব্যারিস্টার মঈন আলম ফিরোজী ঝালকাঠির রাজাপুর উপজেলার নীজ গালুয়া গ্রামের কৃতী সন্তান ডা. এ কে এম আব্দুল হাকিম আকন এবং ফিরোজা বেগমের সন্তান। তার পিতা ১৯৬৫ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে এমবিবিএস এবং পরবর্তীতে পিজি হতে সার্জারীতে এফসিপিএস সম্পন্ন করেন। উল্লেখ্য যে তিনিই ঝালকাঠির জেলায় সর্ব প্রথম চিকিৎসা বিজ্ঞানে
ডিগ্রী লাভ করার গৌরব অর্জনকারী ব্যক্তিত্ব। ৬ ভাইয়ের মধ্যে ব্যারিস্টার মঈন চতুর্থ। তার বড় ভাই ডা. তারিক আলম ফিরোজী আমেরিকায়
চিকিৎসক হিসাবে কর্মরত। অন্য ভাইদের মধ্যে দুইজন ব্যবসায়ী এবং অপর ২ ভাই অস্ট্রেলিয়া প্রবাসী।