দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠি জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বিকেল ৪ টায় জেলা জজ আদালতের সোহেল জগন্নাথ সভা কক্ষে অক্টোবর মাসের এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সবাই মিলে লিগ্যাল এইডের প্রতি আন্তরিক হয়ে কাজ করলে এর পরিধি আরো বাড়ানো সম্ভব। তাই তিনি জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে আহ্বান জানান।
সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারি জজ) এস এম মাহফুজ আলম। সভার শুরুতে কমিটি সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কমিটি চেয়ারম্যান। এরপর সভার পূর্ণাঙ্গ আলোচনা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচরক এম এ হামিদ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. পারভেজ শাহরিয়ারসহ অপর বিচারকবৃন্দ। এছারাও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, আইনজীবী, ব্যবসায়ি প্রতিনিধি, বিভিন্নসরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জেএমবি’র বোমা হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারক হত্যার আগামী ১৪ নভেম্বর দিনটিকে স্মরণ করতে র্যালী, বিচারকদ্বয়ের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়।