23 November- 2024 ।। [bangla_date]


ঝালকাঠি পাউবোঃ- ৬৮০ কোটি টাকা প্রকল্পের কাজ শুরু না হতেই ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

দূরযাত্রা রিপোর্টঃ-সুগন্ধা নদীর ভাঙ্গন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা সদর রক্ষা প্রকল্পের ৬৮০ কোটি টাকার কাজ শুরুর আগেই কোটেশনের মাধ্যমে ল্যাপটপ, ফটোকপি মেশিন ও আসবাবাপত্র ক্রয় দেখিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। যদিও তার বক্তব্য অনুযায়ি এ প্রকল্পে ১৫ লাখ টাকার
বেশি মালামাল বা আসবাবগত্র ক্রয়ের বরাদ্দ নেই। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং সাবেক এমপি আমির হোসেন আমুর পছন্দের লোক হওয়ায়
২০২৩ সালে মার্চ মাসে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান এ.কে.এম নিলয় পাশা। ঝালকাঠিতে যোগদানের পর গত বিশ মাসে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান ওশিয়ান এন্টারপ্রাইজের
নামে ২৫ লাখ টাকার মালামাল ক্রয় দেখালেও ওশিয়ান এন্টারপ্রাইজের মালিক তানভির আহমেদ কিছুই জানেন না। তাই এঘটনায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৩ -২০২৪ অর্থ বছরে ঝালকাঠি ও নলছিটি উপজেলা সদরের সুগন্ধা নদীর তীর রক্ষার জন্য ৬৮০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন হয়। ৩৪ প্যাকেজের এ প্রকল্পে নলছিটির দপদপিয়া থেকে লঞ্চঘাট পর্যন্ত, ঝালকাঠির সুগন্ধা নদীর ভাঙ্গণ কবলিত অংশ এবং গাবখান নদীর ভাঙ্গণ কবলিত অংশে জিও ব্যাগ এবং সিসি ব্লক দিয়ে বাধঁ নির্মানের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে নলছিটির দুটি প্যাকেজে ৭৪০ মিটার প্রকল্পের ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে। আরও ৮ টি প্রকল্পের কার্যাদেশ প্রক্রিয়াধীন। আরও ৯টি প্যাকেজের সিডিউল বিক্রির শেষ দিন ২১ অক্টোবর। কিন্তু মূল প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই গত জুন মাসে নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা গোপনে পানিউন্নয়ন বোর্ডের তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠনের নামে কোটেশন দেখিয়ে ল্যাপটপ, ফটোকপি মেশিন এবং আসবাবপত্র ক্রয়ের নামে ২৫ লাখ টাকা বিল করে উঠিয়ে নেন। অথচ এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান বরিশালের ওশিয়ান এন্টারপ্রাইজের মালিক তানভির আহমেদ কিছুই জানেন না। কোটেশনে অংশ গ্রহণের বিষয়ে তানভির আহমেদ মোবাইল ফোনে বলেন, ল্যাপটপ, ফটোকপি মেশিন এবং আসবাবপত্র সরবারহ সংক্রান্ত কোটেশনের বিষয়ে আমি কিছু জানি না, তবে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের অফিসে খোজ নিয়ে দেখতে পারি আমার লাইসেন্সে কোন কোটেশন দেখানো হয়েছে কি না। ঝালকাঠির ঠিকাদার মাহামুদুল ইসলাম বলেন, ঝালকাঠির অফিসে কোন কোটেশন আহবান করা হলে সবার আগে ঝালকাঠির ঠিকাদাররা জানবে কিন্তু আমরা কিছুই জানিনা। ল্যাপটপ, ফটোকপি মেশিন এবং আসবাবপত্র সরবারহর কোটেশন সম্পূর্ন গোপন রাখা হয়েছে। নির্বাহী প্রকৌশলী তাঁর ঘনিষ্ঠ বরিশালের ঠিকাদারদের লাইসেন্সে কোটেশন দেখিয়ে নিজেই টাকা তুলে নিয়েছেন। ২৫ লাখ টাকার কোটেশনে দুটি ল্যাপটপ এবং তিনটি ফটোকপি মেশিন অফিসে আনা হলেও বাকি মালামালের কোন হদিস নেই। কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় বিষখালী নদীর তীর রক্ষার দুটি জরুরি কাজ দেখিয়ে গোপনে ৩০ লাখ টাকা পিরোজপুরের ঠিকাদারের নামে তুলে নেয়ার অভিযোগ রয়েছে নিলয় পাশার বিরুদ্ধে। এ ছাড়াও নির্বাহী প্রকৌশলী নিলয় পাশার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত অফিস করেন না ঝালকাঠিতে। বরিশালে তার স্ত্রী চাকুরী করায় তিনি বেশীরভাগ সময় বরিশালেই থাকেন। সেখানে তিনি বিকল্প অফিস বানিয়েছেন। ঝালকাঠির ঠিকাদাররা এবং অফিসের লোকজন বরিশালে গিয়ে স্বাক্ষর আনেন। অফিসে দুইজন ড্রাইভার থাকা সত্ত্বেও তিনি স্পিডবোড চালক দিয়ে গাড়ি চালান এবং অফিসের গাড়ীতেই তিনি বরিশাল যাতায়াত করেন। আওয়ামীলীগের আমলে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী পাওয়া নিলয় পাশা নিজের দূর্নীতি আড়াল করতে এখন জামায়েতের সমর্থক সাজার
চেস্টা করছেন এবং প্রচার চালাচ্ছেন তার বাড়ি বগুড়া জেলায়। ২০২৩ সালের ১৪ মার্চ ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেন নিলয় পাশা। যোগদানের পরই বাসার ফার্নিচার বানানোর জন্য তিনি অফিস কম্পাউন্ডের লক্ষাধিক টাকা মূল্যের দুটি বড় মেহগনি গাছ কেটে বরিশাল নিয়ে যাওয়ার সময় পুলিশ গাছ আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের সহায়তায় পিছনের তারিখে ঐ গাছ নিলামে বিক্রির কাগজ তৈরী করে থানা থেকে ছাড়িয়ে নেন। অভিযোগের বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সত্য নয়। এই প্রকল্পে ১৫ লাখ টাকার আসবাবপত্র মালামাল ক্রয়ের বরাদ্দ আছে। কিন্তু আপনি অন্য এক মিডিয়ায় ২৫ লাখ টাকার মালামাল ক্রয়ের কথা বলার কারণ কি জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেনি। সঠিক প্রক্রিয়ায় কোটেশনের মাধ্যমে যাবতীয় মালামাল ক্রয় করা হয়েছে জানিয়ে বলেন, আমার অফিসের অবস্থা ভাল না বিধায় কিছু মালামাল আনা হয়েছে কিছু আনা হয়নি। কিকি মামলামাল এনেছেন জানেত চাইলে বলেন আমার জানা নেই। কারণ শুক্র ও সনিবার অফিস বন্ধ থাকায় আমি তা দেখতে পারিনি। এসব মালামাল ক্রয়ের বিষয়ে ঠিকাদার জানেন না এটা কিভাবে সম্ভব আমি বুঝি না।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
১ যুগ পর দেশে ফিরে নিউইয়র্ক বিএনপি সভাপতি সেলিম রেজা মায়ের কবর জিয়ারত করেন নলছিটিতে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু ঝালকাঠিতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতৃবৃন্দের এলাকায় থাকা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি নলছিটি ডিগ্রি কলেজে টাকা নিয়ে প্রবেশপত্র প্রদানে অভিযোগ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত ওমরের গাড়ি ভাংচুর থানায় আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার ডিম জুতা নিক্ষেপ বিক্ষোভ সাত জেলার কৃষি উন্নয়নে ঝালকাঠিতে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত নলছিটিতে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার রাজাপুরে পুকুরের মাছ ধরতে গিয়ে বিদুৎপৃষ্টে যুবকের মৃত্যু ঝালকাঠিতে বিষ মিশানো ধান দিয়ে শত্রুতার জের মিটাতে মারা হয়েছে ৬০ টি হাঁস