দূরযাত্রা রিপোর্টঃ-ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে বুধবার দুপুরে ১২ টা থেকে বিকেল ৩টা পযর্ন্ত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ৩ ঘন্টা শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। এসময় শহরে তিব্র যানজটের সৃষ্টি হয়। রাষ্ট্রপতির পদত্যাগ ৪/৫ ই আগষ্ট, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলাকারীদের গ্রেফতার , শেখ হাসিনার ফাসিঁ , ছাত্রলীগ নিষিদ্ধ ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের ঘুষ বানিজ্য বন্ধের দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রাইয়ান বিন কামাল বলেন, আমাদের দাবি যদি না মানা হয় আমাদের আন্দোলন অব্যাহত
থাকবো। আমরা সড়ক ছেড়ে বাসায় যাব না দেশ স্বাধীন হয়েছে আমাদের রক্তের বিনিময়ে। এই দেশে কোন সন্ত্রাসীর স্থান হবে না। খুব দ্রুত রাষ্ট্রপতির অপসারণ চাই, শেখ হাসিনার ফাঁসি চাই এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে তাদের খুব দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার পরে এখনো সরকারি বেসরকারি অফিসে এখনো ঘুষ বাণিজ্য চলে এগুলো এখনো বন্ধ হয়নি এর জন্য কি আমরা দেশ স্বাধীন করেছি। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওসার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল )মহিতুল ইসলাম শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি শুনে তারা বলেন শিক্ষার্থীদের উপর হামলা কারীদের খুব দ্রুত গ্রেফতার করা হবে এবং আপনারা যদি ঘুষ বাণিজ্যের সঠিক প্রমাণ দিতে পারেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।