দূরযাত্রা রিপোটঃ-ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে ২৭ অক্টোবর 'শৈশব হোক আনন্দময়, শিক্ষা হোক সবার' শ্লোগান ধারণ করে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে "ইশকুল" পত্রিকার আয়োজনে ঝালকাঠির ১২টি বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৪০০ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ জেলার গণ্যমান্য বক্তিগণ উপস্থিত ছিলেন। জেলার "ইশকুল" সংগঠক কাজী আসিফ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনু, ঝালকাঠি কবিতা চক্রের সভাপতি আলামিন বাকলাই, ঝালকাঠি বাসন্ডা ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বনানী মিত্র ও ইমাম হোসেন, এ্যাডভোকেট মাহাবুব হোসেন সুমন, প্রগতি লেখক সংঘ ঝালকাঠি জেলার সভাপতি কবি মো: জাহাঙ্গীর হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণত সম্পাদক প্রশান্ত দাশ হরি, বরিশাল "ইশকুল সংগঠক নয়ন সরকার জয় এবং কেন্দ্রীয় সম্পাদক ফয়সাল মাহমুদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীরা আগামীর 'কেমন বাংলাদেশ চাই শীর্ষক' মতামত উপস্থাপনের পাশাপাশি, গান ও কবিতা আবৃত্তি করেন। বক্তরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও মননশীল বিকাশে এই কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বৈষম্যহীন রাষ্ট্র ও সবার জন্য সর্বজননীন শিক্ষা নিশ্চিতে আমাদের শিক্ষার্থীদের ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে।