দূরযাত্রা রিপোর্টঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরে বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে ৮ নভেম্বর অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাবু দুলাল রায় দুলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব এড শাহাদাৎ হোসেন।
বিএনপির ধর্ম বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের নির্শনায় বাবু চন্দন পোদ্দারের সভাপতিত্ব সভায় বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন, দেশ নায়ক তারেক রহমানের অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ থাকবে না। সবার পরিচয় হবে বাংলাদেশি। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি তারেক রহমানের দেশ গঠনে ৩১ দফার ১৬ নং দফা তুলে ধরেন। সভায় প্রধান বক্তা হিসাবে ছিলেন বাবু উওম সরকার,যুগ্ম মহাসচিব, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যান ফ্রন্ট,বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুজন শীল, সুভাষ, প্রিন্স, প্রলয় মন্ডল, কলিন্স সহ আগত অতিথি বরিশালের নেতৃবৃন্দ,আরো বক্তব্য রাখেন রতন দেবনাথ, বিষ্ণু চন্দ ধর, শুসান্ত সোম, সাগর মিএ, পবিএ বড়াল, সঞ্জীব রায়, সন্জয় মজুমদার,সন্তু পাল, রতন মিস্ত্রি, শুভ শীল, আশিষ ভট্টাচার্য, উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, জিয়াউর ইসলাম জোবায়ের সাংগঠনিক সম্পাদক। আরো উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ ও জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।