রিপোর্ট : ইমাম বিমানঃ ঝালকাঠি সদর উপজেলার স্বল্পসেনা গ্রামের মল্লিক বাড়ীর হাবিব মল্লিকের বসত ঘরে গত ৯ নভেম্বর গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক পৌনে ১টার সময় দোতালা কাঠের ঘরের উপর তলায় আলো দেখা যায়। হঠাৎ ঘরের ভিতরে থাকা লোকজন আলোর ঝলকানি দেখতে পেয়ে চিৎকার করে বের হয়ে যায়। তাদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। এ বিষয় ফরিদ উদ্দীন মল্লিক জানান, রাত আনুমানিক পৌনে একটার সময় আমার বাবা আমার স্ত্রীকে ডেকে বলে ঘরের ভিতর আলো জ্বলছে কেন। তখন আমার স্ত্রী বিছানা থেকে উঠে আগুন দেখতে পায়। আমার স্ত্রী, সন্তান ও বাবাকে বাড়ীর আঙ্গিনায় রেখে দৌড়ে ঘরের মধ্যে ছুটে গিয়ে বৈদ্যুতিক মেইন সুইচ অফ করে দেই। এরপর ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে এলাকাবাসী এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও মাত্র ১৫ মিনিটের মধ্যে পুড়ো ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আর আমার চোখের সামনেই ঘরটি পুড়তে থাকে। বিষয়টি আমার ছোট ভাই মাহাবুব আলমকে ফোনে জানালে সে ৯৯৯ এ ফোন করে ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহযোগীতা চাইলে ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্মীরা এসে দীর্ঘ এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষনে আমার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ফায়ার স্টেশন লিডার শহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানতে পারিনি তবে তদন্ত করে আমরা বলতে পারবো।