নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটি উপজেলার হাইস্কুল রোডে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ নভেম্বর নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়ের নেতৃত্বে এ অভিযান পারচালনা করা হয়। এ সময় ১১ কেজি ৭ শত গ্রাম পলিথিন জব্দ করে ন। এ সময় নলছিটি থানার সাব ইন্সপেক্টর হেমায়েত ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করার অপরাধে পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের নিকট থেকে এজরিমানা আদায় করা হয়। এদের মধ্যে ব্যবসায়ী হানিফ হাওলাদারকে ৩ হাজার টাকা, আরো এক জনকে ৫শত টাকা এবং নাঈমকে ১৫শত টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বলেন, সতর্কতামূলক এ জরিমানা করা হলো। পরবর্তীতে পলিথিন পেলে জরিমানা সহ শাস্তি ভোগ করতে হবে। সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি মো: খলিলুর রহমান মৃধা বলেন, উপজেলা পর্যায়ে জরিমানা করা ঠিক আছে। তবে যেখান থেকে পলিথিন ও প্লাস্টিকের পন্য উৎপাদন হয় সেখান থেকে আগে বন্ধ করা উচিত।