21 November- 2024 ।। [bangla_date]


ঝালকাঠি তাঁতের গামছার হারানো ঐতিহ্য ফিরে পেতে ঘুরে দাড়ানোর চেষ্টা

হাসনাইন তালুকদার দিবস, ঝালকাঠিঃ ঝালকাঠির গামছার কদর সারা বিশ্বে। এক সময় এই গামছা জেলার ঐতিহ্যহিসোবে উপহার দেয়া হতো আগত অতিথি, মন্ত্রী, প্রধানমন্ত্রীকে। শহর থেকে পশ্চিমে বাসন্ডা নদী তীরের  বাসন্ডা গ্রাম তাঁতের খটরখটর শব্দে মুখরিত থাকত। এক শতাব্দী আগে এই বাসন্ডা এলাকা জুড়ে প্রায় ২০০ তাঁতি পরিবার ছিল, যারা হস্তচালিত তাঁতে রঙিন সুতায় শাড়ি, লুঙ্গি এবং গামছা বুনত। মহাজনদের পদচারণে এবং তাঁতের শব্দে এখানকার গামছা কারিগরদের বাড়ি জমজমাট থাকত। তখন গোটা দেশে ঝালকাঠির তাঁতপণ্যের গৌরব ও পরিচিতি ছিল। ৫০ বছর আগ থেকে এখানকার গণি মিঞার গামছা ছিল দেশের গন্ডি পার হয়ে বিদেশে। ঢাকা, কুষ্টিয়া, নারায়নগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ইলেকট্রিক মেশিনে গামছা বুননের কাজ শুরু হয় বেশকিছু বছর আগে। আর সেই থেকেই একে একে বন্ধ হয়ে গেছে ঝালকাঠির তাঁত পল্লীর গামছা তৈরির কারখানাগুলো। তবে দেশ-বিদেশে ঝালকাঠির গণি মিঞার গামছার বেশ কদর থাকায় বাসন্ডা গ্রামের একটি দুটি পরিবার এই শিল্পটি ধরে রেখেছে। বাকিরা চলে গেছে অন্য পেশায়। বছর দশেক আগে গনি মিঞা বার্ধক্যে মৃত্যুবরণ করেছেন। ঐতিহ্য রক্ষার খাতিরে লোকসান দিয়েও বাবার তাঁত মেশিনে গামছা বুনতেন গনি মিয়ার ছেলে নাসির উদ্দিন মিঞা। কিন্তু উৎপাদন খরচ বাড়ায় গত এক দশক ধরে প্রায় বন্ধ ছিলো হস্ত চালিত এই তাঁত শিল্পটি। বর্তমানে বিদ্যুৎ চালিত সয়ংক্রিয় মেশিন স্থাপন করে উৎপাদন শুরু করেছে রঙিন গামছা। আর এতে জেল্লা ফিরেছে ঝালকাঠির ঐতিহ্যবাহী গামছা শিল্পে। কারিগররা জানান, আগে তারা হস্তচালিত তাঁত মেশিনে দিনে ৩ টি গামছা বুনতেন। আর এখন প্রতিদিন ১০০ থেকে ১৫০ পিচ বিভিন্ন সাইজের গামছা উৎপাদন করা হচ্ছে। এতে বাজারের চাহিদা মিটানো সহ শিল্পটি বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে। বর্তমানে এই তাঁত শিল্পে লেগেছে আধূনিকতার ছোঁয়া। দেশে এখন ইলেকট্রিক সয়ংক্রিয় মেশিনে গামছা তৈরি হয়। আর গণি মিয়ার ছেলে নাসির উদ্দিন জেলার ঐতিযহ্য ধরে রাখতেই ইলেকট্রিক তাঁত মেশিন বসিয়ে উৎপাদন শুরু করেছে। প্রয়াত গনি মিয়ার ৪৫ বছর বয়সী ছেলে নাসির উদ্দিন মিয়া বলেন, বাবার মৃত্যুর পরেও আমি ও আমার মা হালিমা বেগম প্রতি সাড়ে ৩ ঘণ্টায় দুটি তাঁতের গামছা তৈরি করতাম। মা এখন সুতা টানতে পারেন না। তাই এখন মেশিন কিনে আবার ঘুর দাড়াচ্ছি। কোলকাতার উত্তর চব্বিশ পরগনার কাপড় ব্যবসায়ী উত্তম কুমার নাথ বলেন,ঝালকাঠির গণিমিয়ার তাঁতের গামছা একসময় দিল্লিতেও পাওয়া যেতো। আমরা কোলকাতায় এখনো বিক্রি করি। গোটা কোলকাতায় ঝালকাঠির গনি মিয়ার তাঁতের গামছার এখনো কদর রয়েছে। বিধাননগর থেকে কৃষ্ণনগর ও লালগোলা রুটে যাত্রীবাহী ট্রেনে হকাররা বাংলার গামছা নামে ঝালকাঠির গণি মিঞার গামছা এখনো বিক্রি করে।  ঝালকাঠি বিসিক শিল্পপনগরীর উপ ব্যবস্থাপক আলী আজগর নাসির বলেন, গামছা ঝালকাঠির একটি শিল্প। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে আমাদের চেষ্টা থাকবে। কোনো ক্ষুদ্র ব্যবসায়ী বিসিকে ঋণের আবেদন করলে তাকে ঋণ দেয়ার ব্যবস্থা করি। গনি মিয়ার প্রতিষ্ঠান যদি আবেদন করে তাহলে আমরা ঐ প্রতিষ্ঠানে ঋণ সহায়তা দিবো।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ওমরের গাড়ি ভাংচুর থানায় আশ্রয় নিয়ে গ্রেফতার ডিম জুতা নিক্ষেপ বিক্ষোভ সাত জেলার কৃষি উন্নয়নে ঝালকাঠিতে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত নলছিটিতে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার রাজাপুরে পুকুরের মাছ ধরতে গিয়ে বিদুৎপৃষ্টে যুবকের মৃত্যু ঝালকাঠিতে বিষ মিশানো ধান দিয়ে শত্রুতার জের মিটাতে মারা হয়েছে ৬০ টি হাঁস ঝালকাঠির বিভিন্ন পুকুর অভয়াশ্রম ও নদীতে ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত নিউইয়র্ক বিএনপি সভাপতি সেলিম ঢাকায় মানুষের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন শ্রমিক দল সভাপতিকে লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপি নেতা নাছিম আকনের বিচার ও বহিস্কার দাবি ঝালকাঠি তাঁতের গামছার হারানো ঐতিহ্য ফিরে পেতে ঘুরে দাড়ানোর চেষ্টা ঝালকাঠি জেলা শ্রমিক দল সভাপতিকে লাঞ্ছিত প্রতিবাদে নলছিটি শ্রমিক দলের বিক্ষোভ