দূরযাত্রা রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ঝালকাঠি জেলার রাজাপুরের কৃতী সন্তান হাবিবুর রহমান সেলিম গত ১৬ নভেম্বর ঢাকায় এসছেন। এমিরেটস এয়ার লাইন্সের ৫২৮ নম্বর ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেন। আমেরিকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্ব দেয়া এই নেতা সেলিমকে পেয়ে হাজার হাজার নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে ঝাপিয়ে পরে। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে তিনি নেতা কর্মীদের প্রান ঢালা শুভেচ্ছা ও ভালবাসয় সিক্ত ও আবেগাপ্লুত হয়ে পরেন। আমেরিকায় আন্দোলন শেষে স্বৈরাচার পতন হলে দীর্ঘ ১২ বছর পরে দেশে ফিরলে তাকে বিমান বন্দর থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে ও গাড়ি বহরে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীসহ এলাকার কর্মী সমর্থকরাও। তিনি এই দীর্ঘ সময়ে সুদুর আমেরিকায় অবস্থান করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তার মায়ের মৃত্যুর সময় দেশে ফিরতে পারেনি। তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আগামী নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন চাইবেন। ইতিমধ্যেই তাকে নিয়ে এলাকার একজন যোগ্য প্রার্থী হিসাবে জনসাধারনের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা লক্ষ্য করা গেছে। তিনি ঢাকা থেকে এলাকায় ফেরার পর দলীয় নেতাকর্মী, সাধারন মানুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় মিলিত হবেন। ধারনা করা হচ্ছে এসময় তিনি তার যুক্তরাষ্ট্রে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা, এর প্রতিক্রিয়া স্বরুপ তার ঢাকা ও গ্রামের বাড়িতে না আসার হুমকী ও নজরদারির অভিজ্ঞতা এবং এলাকা নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরবেন। এ সময় সাংবাদিকদের সাথেও তিনি সৌজন্য সাক্ষা্ৎ ও মতবিনিময় করবেন। জানাগেছে সব মিলিয়ে তিনি এলাকায় আসার পর ব্যাস্ত সময় পার করবেন।