রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডা: এইচএম জহিরুল ইসলাম, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নেছার উদ্দিন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সকল দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের কাজের অগ্রগতি ও সমস্যা সংক্রান্ত বিষয় খোজ খবর নেন। তিনি ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের নিকট ঘূর্ণিঝড় মিধিলি’র পর প্রায় ৩২ ঘন্টা বিদ্যুৎ না থাকার বিষয় জানতে চান। নির্বাহী প্রকৌশলী জানান, যথা সময়ে গাছ কাটার শ্রমিক পাওয়া যায়নি, তারসহ বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ায় এবং লাইনের ত্রুটি খুজে বের করতে সময় লেগে যায়। যার জন্য বিদ্যুৎ সরবরাহে দেরী হয়। নির্বাহী প্রকৌশলীর বক্তব্য সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সার্বিক পরিস্থিতি আমাদের অবগত করলে আমরাও আমাদের অবস্থান থেকে সহযোগীতা করতে পারি। ভবিষ্যতে দুর্যোগ পরবর্তি সময়ে বিদ্যুৎ বিভ্রাট সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা যায় সে দিকে খেয়াল রাখতে বলেন জেলা প্রশাসক।