দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠি সদরের নবগ্রাম বাজারের ব্রীজের ঢালে শুক্রবার সকাল ১১ টার দিকে ১০০ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী শিমুলিয়া এলাকার মোঃ শাজাহান মোল্লার ছেলে মোঃ মজিবুর রহমান ওরফে মারুফ মোল্লা। এবিষয়ে জেলা ডিবি পুলিশ অফিসার ইনচার্জ (ওসি )মোঃ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবা সহ আটক করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা । আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে ঝালকারী সদর থানায় মামলা করা হয়েছে মামলা নম্বর ১ ।ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে জেলার রাজাপুর উপজেলার মেডিকেল মোড়ে পুলিশের অভিযানে একটি প্রাইভেট কারে তল্লাশি করে প্রায় ২০ কেজি মাদকদ্রব্য গাজা উদ্ধার করে পুলিশ । এসময় আরিফ নামের এক যুবককে আটক করে পুলিশ। শুক্রবার ১ লা ডিসেম্বর দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফ রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের মোঃ হেমায়েত উদ্দীনের ছেলে। এ বিষয়ে রাজাপুর থানার অফিসার্স ইন চার্জ ওসি মোঃ আতাউর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ২০ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।